• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শাওয়ালের চাঁদ দেখা যায়নি

আরটিভি নিউজ

  ১২ মে ২০২১, ১৯:৪৪

দেশের কোথাও ১৪৪২ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী পরশু শুক্রবার (১৪ মে) সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।

আজ বুধবার (১২ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন।

গতকাল মঙ্গলবার সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।

এর আগে সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া জানিয়েছিলেন যে, এবার দেশটিতে ৩০টি রোজা হবে। তিনি জানান, জ্যোতির্বিদ্যার গণনার মাধ্যমে এই তারিখ বের করা হয়েছে। এর ফলে আগামী ১৩ মে ঈদ উল ফিতর পালিত হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh