• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় ‘গোপালগঞ্জ জেলা সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২১, ১২:১৬
মালয়েশিয়ায় ‘গোপালগঞ্জ জেলা সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল
মালয়েশিয়ায় ‘গোপালগঞ্জ জেলা সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল

সিয়াম-সাধনার মাস পবিত্র রমজানে করোনা থেকে মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। রোববার রাজধানী কুয়ালালামপুরের পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী তিনু। করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়া সরকারের চলমান বিধিনিষেধ মেনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

এসময় করোনা মহামারিতে বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের প্রাণহানি ও ধারাবাহিক সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ জানান উপস্থিত নেতৃবৃন্দ। এ সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মশিউর রহমান লিংকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বি এম বাবুল হাসান, সহ-সভাপতি বাবুল সর্দার, সামছুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাঝজুম রসি, প্রচার সম্পাদক মো. মওদুদ মোল্লাসহ অনেকে।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা অহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, এ কামাল চৌধুরী, মনিরুজ্জামান মনির ও নাজমুল ইসলাম বাবুল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শফিক চৌধুরী, শাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, মজিবুর রহমান বাবু, তাসনিভ শুভ, জসিম উদ্দিন সোহাগ, রবিউল ইসলাম, এরশাদ, রাসেল, আলম ইসমাইল খান, ফারুক মিয়া, রিয়াজুল, আল আমিন, মাসুদ, রাহুল, মো. সেলিম, জাকির হোসেনসহ যশোর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর ও বৃহত্তর ফরিদপুর সমিতির নেতৃবৃন্দ।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহিমান্বিত মাস রোজার কল্যাণে অচিরেই করোনা মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএম বাবুল হাসান।
পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন
মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ১৩৭
X
Fresh