• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তারেক রহমানের স্ত্রী জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৭, ১৩:১০

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্পদের তথ্য গোপনের মামলা বাতিলে জোবায়দা রহমানের করা আবেদন খারিজ করে আদালত নতুন এ আদেশ দেন। আসছে ৮ সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। এর আগে গেলো ১০ জানুয়ারি জোবায়দা রহমানের দায়ের করা রিটের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন।

আদালতে জোবায়দা রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

২০১৫ সালের ২ নভেম্বর ডা. জোবায়দা রহমানের দায়ের করা আবেদনে দেয়া রুল শুনানিতে বিব্রতবোধ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ। পরে প্রধান বিচারপতি আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে পাঠিয়ে দেন।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh