• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ব্রেনে চিপ বসিয়ে বাঁদরকে দিয়ে গেম খেলালেন এলন মাস্ক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ২০:২৭
Elon Musk's Neuralink shows monkey with brain-chip playing videogame by thinking
ভিডিও থেকে সংগৃহীত ছবি

প্রযুক্তির উৎকর্ষতার ডিজিটাল এ যুগে ভিডিও গেম অবসর সময়ের এক অন্যতম অনুষঙ্গ। সময় কাটাতে ছোট-বড় সকলের হাতেই ভিডিও গেমের কনসোল (রিমোট) দেখা যায়। কিন্তু, বাঁদরের হাতে গেমের কনসোল দেখলে অবাক হবেন যে কেউই।

হ্যাঁ, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, গাছের ডালে বসে পাকা হাতে পিংপং গেম খেলছে এক বাঁদর। জয়স্টিকের হাতল ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ন্ত্রণ করছে পর্দার ছোট্ট বলটিকে। গেমপ্লে দেখে বোঝার কায়দা নেই যে ওটা মানুষ খেলছে নাকি বাঁদর।

আসলে বাঁদরের এ ভিডিও গেম কেরামতি বিজ্ঞানেরই কারসাজি। আর এমন কাণ্ডের হোতা টেসলা মোটরসের কর্ণধার এলন মাস্ক। তার কোম্পানিই সম্প্রতি বানিয়ে ফেলেছে অত্যাধুনিক এক নিউরালিঙ্ক মেশিন। আর তারই সাহায্যে এদিন ভিডিও গেম খেলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সাধারণ এক বাঁদর।

ভিডিওতে দৃশ্যমান বাঁদরটির নাম পেজার। তার মাথায় লাগানো হয়েছে এক বিশেষ ব্রেন চিপ। এর ফলে পেজারের বুদ্ধি আর পাঁচটা সাধারণ বাঁদরের চেয়ে অনেকটা বেড়ে গেছে। ভিডিও গেম কীভাবে খেলতে হয় তাকে তা শেখাতেই হয়নি। নিজে নিজে ভেবে নিয়েই গেম খেলেছে পেজার।

এলন মাস্ক ট্যুইটারে এই বিশেষ ব্রেন চিপের কার্যকারিতা সম্পর্কে বলেন, মূলত প্যারালাইসিস রোগীদের কথা ভেবেই এই নতুন চিপ বানিয়েছে তার কোম্পানি।

তিনি জানান, এই নিউরালিঙ্কের প্রথম প্রোডাক্টটি প্যারালাইসিস রোগীকেও স্মার্টফোন ব্যবহার করতে সাহায্য করবে। এতে তাদের ব্রেন তুলনামূলকভাবে অনেক দ্রুত কাজ করবে।

এমনকি সুস্থ মানুষ যারা হাত দিয়ে ফোন ব্যবহার করেন তাদের থেকেও ব্রেন চিপের মাধ্যমে প্যারালাইসিস রোগীর কাজের গতি হবে দ্রুত।

সূত্র : রয়টার্স

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh