• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমিরাত প্রবাসী বাংলাদেশি শাহেদ লটারিতে পেলেন ২৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১২:১০
Bangladeshi expat in Al Ain wins Dh10 million in Abu Dhabi ‘Big Ticket’
বিগ টিকিট লটারির মঞ্চ- ইনসেটে শাহেদ আহমেদ

বাংলাদেশের শাহেদ আহমেদ, থাকেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। ৫৫ বছরের এই প্রবাসীর ভাগ্য খুলে গেল এক লটারি কেটে। শনিবার ‘বিগ টিকিট’-এর রাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি দিরহাম জেতেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৭৭০ টাকা।

চট্টগ্রামের ছেলে শাহেদ গত ৪০ বছর ধরে আমিরাতের আল আইন শহরে বসবাস করছেন। স্থানীয় একটি কার ওয়ার্কশপের মালিক তিনি। গত ৩৫ বছর ধরে দেশটির রাজধানী আবুধাবিতে ‘বিগ টিকিট’ নামের ওই র‌্যাফেল ড্রতে অংশ নিয়ে আসছিলেন তিনি। এতো বছর পর এবার তার কপাল খুললো।

জানা গেছে, গত ২৬ মার্চ ৫০০ দিরহাম দিয়ে টিকিটটি কিনেছিলেন শাহেদ। এখন এই লটারি জিতে উচ্ছ্বসিত তিনি। লটারির অর্থ দিয়ে স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে এখন আমিরাতে নিজের কাছে নিতে চান তিনি। ব্যবসার পরিধি বাড়ানো আর ছেলের পড়াশোনার পেছনেও খরচ করতে চান সেখান থেকে।

এছাড়া নিজ এলাকা চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্ছাও রয়েছে শাহেদের। তিনি বলেন, টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে আর কারও অংশ নেই। এবার আমার জীবন বদলে যাবে। সূত্র : গালফ নিউজ

টিএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh