• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমে যাতে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৭, ১৭:৪২

শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমে যাতে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নর্থ সাউথ ইউনিভাসির্টির ২০তম সমাবর্তনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশ যেসময় এগিয়ে যাচ্ছে, একদল স্বাধীনতাবিরোধী এ উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্য সেসময় ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এদেশের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সাথে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেয়ার অপচেষ্টায় চালায়।

স্বাধীনতাবিরোধী চক্রের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশকিছু শিক্ষার্থী ইতোমধ্যে বিপথগামী হয়েছে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, এসব শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যা দানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

মন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সংসদে এ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন পাশ হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh