• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মহাকাশে মোদির ছবি, ডিজিটাল গীতা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২১, ১১:৫৩
E-Gita, PM Modi's Picture, 19 Satellites, ISRO Flags Off 2021 In Style
আরটিভি নিউজের তৈরি করা ছবি

প্রতিবেশি ভারতের রয়েছে সম্মৃদ্ধ মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো। স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে চাঁদে নভোযান পাঠানো সবই করে সংস্থাটি।

নিয়মিত মহাকাশ অভিযানের অংশ হিসেবে ইসরো এবার মহাকাশে পাঠালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসহ সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ গীতার ডিজিটাল কার্ডের ভার্সন।

এর পাশাপাশি রোববার সকালে মহাকাশে ব্রাজিলের আমাজোনিয়া-একসহ ১৯টি উপগ্রহ পাঠায় ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।

ব্রাজিলের তৈরি কোনো উপগ্রহ এই প্রথম মহাকাশে পাঠানো হল। যা নিয়ে গেল ভারতের মহাকাশযান। পিএসএলভি-সি৫১ রকেটের এটি ৫১ তম যাত্রা।

ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে উৎক্ষেপণ করা হয় রকেটটি। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি মহাকাশ যানের টপ প্যানেলে বসানো হয়েছে।

প্রসঙ্গত, মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরো।

সূত্র : হিন্দুস্তান টাইমস

টিএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
লোকসভা নির্বাচনের আগে কৃষক বিক্ষোভের মুখে মোদি  
X
Fresh