• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষা নেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে ইবি শিক্ষার্থীদের অবস্থান

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৬
শিক্ষার্থী×আন্দোলন×অবস্থান×আসন্ন×স্থগিত×প্রশাসন×বিশ্ববিদ্যালয়×টেবিল×
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চলমান স্থগিত ও আসন্ন পরীক্ষাসমূহ নেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন শেষে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে।

প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়,? পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, দাবি মোদের একটাই, পরীক্ষা চাই দিতে হবেসহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।

এসময় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাহিম মোরশেদ হিমু বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাসমূহ হঠাৎ করে বন্ধ হওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। পড়ার টেবিল বাদ দিয়ে আমাদের রাস্তার নেমে স্লোগান দিতে হচ্ছে। অতিদ্রুত পরীক্ষা নেওয়া না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ ক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন গেলো ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে চলমান ও আসন্ন সব স্থগিত করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
X
Fresh