logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের আজও মানববন্ধন

পরীক্ষা×বায়েজিদ×মানববন্ধন×সেশনজট×কুবি×বিশ্ববিদ্যালয়×সেমিস্টার×যৌক্তিক×
ছবি আরটিভি নিউজ

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা পুনরায় শুরু করার দাবি করে বলেন, আমাদের দাবি একটাই পরীক্ষা চাই, পরীক্ষা চাই; শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি একাদশ আবর্তনে শিক্ষার্থী বায়েজিদ বলেন, আমাদের মানববন্ধনের মূল উদ্দেশ্য সেশনজট মুক্ত হওয়া।

আমরা একাদশ ব্যাচের ইংরেজি বিভাগ আজ ১৪ মাস ৬ষ্ঠ সেমিস্টারে আছি, এটা বেশ দুঃখজনক।

এছাড়া যেখানে অন্যান্য সবকিছুই স্বাভাবিক সেখানে বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ রাখার কোনও ধরনের যৌক্তিকতা দেখি না।

এছাড়াও মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান তারা।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গেলো ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষামন্ত্রীর পরীক্ষা বন্ধের ঘোষণার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

জেবি

RTV Drama
RTVPLUS