• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাত্র ৪৫ সেকেন্ডে স্বাস্থ্য পরীক্ষা করছে সিঙ্গাপুরের মোবাইল অ্যাপ

তথ্য-প্রযুক্তি ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১
সংগৃহীত

প্রতিদিনই কম-বেশি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় মানুষের। কিন্তু প্রতিদিনই সকালে বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার আগ মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হয় না। তবে এবার কোনও ঝামেলা ছাড়াই এসব পরীক্ষা করা যাচ্ছে স্মার্টফোনের মাধ্যমে। মাত্র ৪৫ সেকেন্ডেই হৃদস্পন্দন, অক্সিজেনের মাত্রা ও মানসিক চাপের স্তর জানা যায় স্মার্টফোনের একটি অ্যাপ ব্যবহার করে।

সিঙ্গাপুরের স্টার্টআপ কোম্পানি নার্ভোটেক তৈরি করেছে এই আধুনিক পরামর্শদাতা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনটি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, নার্ভোটেকের এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে সিঙ্গাপুরের কাজিমা নির্মাণশিল্প ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের মাধ্যমে কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর কাজ করতে দিচ্ছে। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ প্রতিরোধে এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয় তাদের।

নার্ভোটেক কোম্পানির প্রতিষ্ঠাতা জোনাথন লাউ জানিয়েছেন, সিঙ্গাপুর সরকার এই প্রযুক্তিতে বেশ আগ্রহী। এছাড়াও স্বাস্থ্যসেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাড়া পাচ্ছেন। তবে অ্যাপটি এখনো প্রাথমিক পর্যালোচনায় রয়েছে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে শিশুর যত্নে যা করবেন
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
‘তীব্র গরমে মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে’
X
Fresh