• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৮
স্নাতকোত্তর×পরীক্ষার্থী×দাবি×পরীক্ষা×ফলাফল×বিশ্ববিদ্যালয়×হোস্টেল×প্রতিষ্ঠান×
ছবি আরটিভি নিউজ

স্নাতকোত্তর পরীক্ষা মাঝপথে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

তারা পরীক্ষা স্থগিত করে নেয়া সিদ্ধান্ত থেকে সরে আসারর আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

আজ বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কে স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য দেন, স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষার্থী তসিকুল রেজা খাঁন, আসিফ ইয়াসির, সুমন ফারুকী, আব্দুল হামিদ, তৌফিকুল ইসলামসহ অনান্যরা।

এ সময় শিক্ষার্থীরা আগামী ১০ মার্চের মধ্যে স্থগিত করা সকল পরীক্ষা সম্পূর্ণ করার দাবি জানান। যদি পরীক্ষা গ্রহণ সম্ভব না হয় তাহলে পূর্বের নেয়া পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফলাফল প্রকাশ, সকল হল ও হোস্টেল খুলে দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম চালু করার দাবি জানান।

পরে শিক্ষার্থীরা নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য বরাবরে স্মারকলিপি দেয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
X
Fresh