• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষার দাবিতে কুবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫১
কুবি×বিশ্ববিদ্যালয়×প্রভোস্ট×সভা×কমিটি×পরীক্ষা×চলমান×নির্দেশ×
ছবি আরটিভি নিউজ

পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা নেয়ার দাবি করে বলেন, আমাদের পরীক্ষা নিতে হবে, আমরা সেশনজট মুক্ত হতে চাই। কমপক্ষে চলমান পরীক্ষাগুলো নিয়ে নিলে আমাদের আর সেশনজটে পড়তে হবে না।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী তামিম রুহুল বলেন, আমাদের মানববন্ধনের মূল উদ্দেশ্য সেশনজট মুক্ত হওয়া। যেসব বিভাগে পরীক্ষা চলমান রয়েছে অন্ততপক্ষে সেগুলো শেষ করার দাবি করছি।

এ ছাড়াও মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান তারা।

এর আগে সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন।

এরই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গতকাল (মঙ্গলবার) ডিন ও প্রভোস্ট কমিটির সভায় একই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বেশ কিছু পরীক্ষা সম্পন্ন হলেও সর্বশেষ ঘোষণায় ৫৮টি সেমিস্টারের চলমান চূড়ান্ত পরীক্ষা আটকে গিয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
বাতাসেই ভেঙে পড়ল সেতু
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh