• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে জ্বালানি কাঠ বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩১
ছবি আরব নিউজ থেকে নেওয়া।

সৌদি আরবের রিয়াদে ৫ বাংলাদেশি ও এক সুদানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জ্বালানি কাঠ বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্পেশাল ফোর্সেস ফর এনভায়রনমেন্টাল সিকিউরিটির (এসএফইএস) সদস্যরা তাদের কাছে মজুদ থাকা স্থানীয় ১০৭৫ টন জ্বালানি কাঠ জব্দ করেছে।

আরব নিউজের খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন নিরাপত্তা বিষয়ক এজেন্সি এবং পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই অভিযোন চালানো হয়।

এ ব্যাপারে এসএফইএসের মুখপাত্র মেহর রায়েদ আল মালিকি জানান, আইন অমান্যকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। এই ঘটনায় তারাই ব্যবস্থা নেবেন।

অন্যদিকে জব্দ করা কাঠ পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
X
Fresh