• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আরটিভি নিউজ

  ৩১ ডিসেম্বর ২০২০, ১২:২৮
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ফাইল ছবি

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ, বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বৈশ্বিক করোনা মহামারির ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে ভোট।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। যাদের মধ্যে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বিএফইউজে-বাংলাদেশ সাবেক মহাসচিব ওমর ফারুকের নেতৃত্বে একটি প্যানেল।

এছাড়া ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খানের নেতৃত্বাধীন অন্য প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছেন প্রার্থীরা। এ দুটি প্যানেলের ৩৪ জন প্রার্থী ছাড়াও ১২ জন স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন।

ক্লাবের মোট ভোটার রয়েছেন এক হাজার ১৫১ জন। ভোটের লড়াইয়ে বিজয়ীরা আগামী দুই বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মো. মোস্তফা-ই-জামিলকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলে চড়ে অফিস পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh