• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২০২১ সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে গেলো

আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২০, ১৪:৪৭
আরটিভির নিউজের সংগৃহীত ছবি ছাত্র /ছাত্রীদের
আরটিভির নিউজের সংগৃহীত ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দাপট বিশ্বজুড়ে চলমান। দেশেও আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) পেছানো হয়েছে।

যদি সবকিছু অনুকূলে থাকে তাহলে আগামী বছরের জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন মন্ত্রী।

ওই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২০ সালেল এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১২ দিন ধরে নতুন বই বিতরণ করা হবে।

তিনি বলেন, ‘প্রতি ক্লাসে ৩ দিন করে বই বিতরণ হবে। নিজ নিজ প্রতিষ্ঠানকে কোনোদিন বই নেবে সেটা ভাগ করে দেবে।’

মন্ত্রী জানান, আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত নতুন বই বিতরণ করা হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
X
Fresh