• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পানির জন্য হাহাকার

মিথুন চৌধুরী ও সিয়াম সারোয়ার জামিল

  ২২ মার্চ ২০১৭, ১৮:৩৭

বিশ্বজুড়ে সুপেয় পানির জন্য হাহাকার। ৩ ভাগের মধ্যে ২ ভাগ জল হলেও নিরাপদ পানি খুবই কম। সাগরের লোনা পানি ও বর্জ্য পানির স্থানে সাধু পানির সংকেট বেশ। তাই অথৈ জল থাকলেও খাওয়ার পানি সংকট বিশ্বের সব স্থানে। পানিসম্পদের সর্বাধিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সাল থেকে প্রতিবছর দিবসটি সারাবিশ্বে বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে।

পৃথিবীর শতকরা ৭১ শতাংশ পানি হিসেবে থাকলেও এর মাত্র ৩ শতাংশ খাবার যোগ্য। যার বিরাট অংশই এন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে বরফ হিসেবে জমা আছে অথবা মাটির নিচে। হিসেব করলে দেখা যায় যে, পৃথিবীর মোট পানির মাত্র দশমিক শুন্য শতাংশ মানুষের ব্যবহার উপযোগি। তাও আবার পৃথিবীর অধিকাংশ মানুষের নাগালের বাইরে।

আধুনিক বিশ্বে যখন বিজ্ঞানের জয়জয়কার সেখানে প্রায় দেড়শ' কোটিরও বেশি মানুষের জন্য নাই নিরাপদ পানির ব্যবস্থা, আর প্রতিবছর শুধু পানি বাহিত রোগে ভুগে মারা যাচ্ছে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ।

বাংলাদেশে পানযোগ্য পানির প্রধান উৎস নদী-খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর ও জলাশয়। এক সময় এ দেশে হাজারেরও বেশি নদী থাকলেও সেগুলোর বেশিরভাগই এখন মরে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সরশেষ হিসেবে দেশে নদীর সংখ্যা ৩১০ এ নেমে এসেছে।

এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ধরা হয় ‘পানি ও বর্জ্য পানি’। চলমান বৈশ্বিক অর্থনীতিতে বর্জ্য পানিকে একটি মূল্যবান সম্পদ হিসেবে মনে করা হয়। বর্জ্য পানির নিরাপদ ব্যবস্থাপনা মানবস্বাস্থ্য, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের জন্য একটি সঠিক বিনিয়োগ বলে মনে করছেন পরিবেশবাদীরা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।


ছবি: জিম্বাবুয়ের গুকউইতে কাছে শুকিয়ে যাওয়া নদীতে থেকে খাবার পানি আহরণের চেষ্টা করছেন এক নারী।


ছবি: সোমালিল্যান্ডের কাছাকাছি বালিগাউডলি গ্রামে গাধা দিয়ে পানি বহন করা হচ্ছে। তীব্র খরায় মৃত্যুবরণ করছে গৃহপালিত পশু।


ছবি: প্যারাগুয়ের পিলকামওয়ে নদী শুকিয়ে যাওয়ায় মারা গেছে কুমির।


ছবি: সোমালিয়ার সাবেলি অঞ্চলে শুকিয়ে যাওয়া নদী থেকে জল সংগ্রহের চেষ্ঠা করছে মানুষ।


ছবি: ভারতের কলকাতায় পানি সংগ্রহ নিয়ে নারী ও শিশুর মধ্যে বাকবিতণ্ডা।


ছবি: নাইজেরিয়ার পানির জন্য নারী ও শিশুদের দীর্ঘ লাইন।


ছবি: সিয়েরালিওন রাজধানী ফ্রিটাউনে অধিবাসীদের মধ্যে পানি সংগ্রহের ভিড়।

ছবি: ভারতের গুজরাটের পশ্চিম রাজ্যর মেনি গ্রামে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারীরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh