• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মহাকাশে যাবার টিকেট কাটলেন স্টিফেন হকিং (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২২ মার্চ ২০১৭, ১৬:২৯

বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান ভার্জিন গ্যালাকটিকে চেপে এবার মহাবিশ্বে পাড়ি দিতে যাচ্ছেন ৭৫ বছরের মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হকিং। নিজের মহাকাশযানে তাকে আমন্ত্রণ জানিয়েছেন স্যার রিচার্ড ব্র্যানসন।

দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ব্র্যানসনের প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান ভার্জিন গ্যালাকটিকে চেপে মহাশূন্যে পাড়ি দিতে চলেছেন হকিং।

‘গুড মর্নিং ব্রিটেন’ নামে একটি টেলিভিশন শো’য়ে রোববার হকিং বলেন, ‘ব্র্যানসন সেদিন আমাকে বললেন, এবার ভার্জিন গ্যালাক্টিককে (মহাকাশযান) পাঠাচ্ছি মহাকাশে।

তাতে আপনাকে সঙ্গী করবো বলে ভেবেছি। যেতে চান? যাবেন মহাকাশে? আমার তো প্রস্তাবটা পেয়ে খুব ভাল লাগল। আশাই করতে পারিনি।

প্রথমে আকাশ থেকে পড়েছিলাম। ভেবেছিলাম, ব্র্যানসন ঠাট্টা করছেন নাকি আমার সঙ্গে। পরে ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম, উনি সত্যিই বলছেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ব্র্যানসনকে বললাম, নিশ্চয়ই যাব।’

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh