• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষার্থীদের জন্য বাসসেবা চালু করলো কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২০, ২০:৪৮
Kubi introduced, bus service for the examinees, rtv news
ছবি আরটিভি নিউজ

চলতি বছরের ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার্থীদের জন্য তিনটি নীল বাস চলবে।

বাসগুলো শুধু নির্ধারিত পরীক্ষার দিনগুলোতেই চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম।

শুক্রবার সকাল নয়টায় একটি বাস কান্দিরপাড় থেকে পুলিশ লাইন হয়ে ক্যাম্পাসে আসবে এবং বাকি দুইটি বাস কান্দিরপাড় থেকে টমছম ব্রিজ হয়ে ক্যাম্পাসে আসবে।

বাস তিনটি একই রাস্তায় ক্যাম্পাস থেকে কান্দিরপাড় ফেরত যাবে দুপুর দুইটায়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পরীক্ষার্থীদের যাতায়াতের কোনও অসুবিধা না হোক সেভাবেই আমরা কাজ করছি।

আপাতত তিনটি বাস চালু করা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা ও রাস্তা পরিবর্তন হতেও পারে। এছাড়াও পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের অপ্রয়োজনে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক বাস সেবাও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
জয়কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ শাকিবের পরিবারের
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
X
Fresh