• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধির বড় চাচার মৃত্যু

আরটিভি নিউজ রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:০৪
RTV's US correspondent's uncle dies
সংগৃহীত

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলালের বড় চাচা সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন মারা গেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আবুল হোসেন ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মিনাজপুর গ্রামে।

চাকরি জীবনে ৩০ বছরের বেশি সময় তিনি সোনালী ব্যাংকের জীবননগর শাখা, যশোর শাখা, নড়াইল, খুলনা এবং ঢাকার সোনালী ব্যাংকের শাখাতে কর্মরত ছিলেন। পরে তিনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে অবসরগ্রহণ করেন। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবেও কিছুদিন কর্মরত ছিলেন তিনি।

তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগর থানার মিনাজপুর গ্রামে তাকে সমাহিত করা হবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু
অবন্তিকার মৃত্যু : রিমান্ড শেষে জেলহাজতে জবির সহকারী প্রক্টর 
অবন্তিকার মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলা খেলতে দেওয়া হবে না : জবি উপাচার্য
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
X
Fresh