• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ষোড়শ সংশোধনী অবৈধ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ

অনলাইন ডেস্ক
  ১১ আগস্ট ২০১৬, ১৮:৩২

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে একশত ৬৫ পৃষ্ঠা রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

গেল ৫ মে রায়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজাউল হক ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করেন। আরেক বিচারপতি আশরাফুল কামাল ভিন্নমত পোষণ করলেও সংখ্যাগরিষ্ঠ বিচারকের রায়ে আইনটি বাতিল হয়।

আদালত জানায়, এই আইন হলে কোর্ট যদি নিরপেক্ষ বিচার করে তাহলে জনগণের মধ্যে একটা সংশয় তৈরি হবে যে, এটা বোধহয় সঠিকভাবে করা যায়নি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, ‘তিনজন বিচারপতির মধ্যে সংখ্যাগরিষ্ঠের রায়ে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা এবং বাতিল করেছেন। তারা যুক্তি দেখিয়েছেন যে, বিচারকদের যদি পার্লামেন্টের দ্বারা অপসারণের বিধান রাখা হয়, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে। তারা বলতে চেয়েছেন এ বিষয়ে আলাদা ট্রাইব্যুনাল থাকে। আর এই ট্রাইব্যুনালই বিচারকদের অপসারণের বিষয়টি সম্পন্ন করে।’

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh