logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২০, ১৮:৩২

চূড়ান্ত পরীক্ষা নিতে ইউজিসিকে চিঠি দিবে কুবি প্রশাসন

The Kubi administration, will send a letter, rtv news
ছবি সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেয়ার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার সভা শেষে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ কথা নিশ্চিত করেন।

সভার আগে সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচি শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এরই প্রেক্ষিতে পরীক্ষা গ্রহণের অনুমতি চেয়ে ইউজিসির কাছে চিঠি প্রদানের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ইউজিসির অনুমতি ছাড়া আমরা পরীক্ষা নিতে পারি না। কোনও বিশ্ববিদ্যালয় যদি অনুমতি ছাড়া পরীক্ষা নেয় তবে ইউজিসি কঠোর ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে আমরা অনুমতি নিয়েই পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছি।

 একই প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, করোনা চলাকালীন সময়ে এখনও কোনও বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়নি। তবে আমাদের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আমরা পরীক্ষা নেয়ার চেষ্টা করব। ইউজিসির কাছ থেকে লিখিত পারমিশন নেব। তাহলে আর কোনও সমস্যা থাকবে না।

জেবি

RTV Drama
RTVPLUS