• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস পরিবর্তনে যে সিদ্ধান্ত এলো

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৭:৫৯
Elementary, students, promoted, next class, no changing roles
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল পরিবর্তন হচ্ছে না

করোনাভাইরাস মহামারীর কারণে এবার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অটোপাসের সুযোগ পেয়েছে। এসব শিক্ষার্থীদের ক্লাস উন্নীত করার পাশাপাশি তাদের ক্লাস রোলের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় শ্রেণিতে যে শিক্ষার্থীর রোল এক নম্বরে ছিল। তৃতীয় শ্রেণিতে উন্নীতের পর ওই শিক্ষার্থীর রোল এক নম্বরে থাকবে।

আজ সোমবার (২৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের স্বাক্ষরিত এক নিদের্শনায় বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রাক্কালে ১৬ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান চলমান ছিল। পরবর্তী করোনার পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন। এ প্রেক্ষাপটে শিক্ষকরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
X
Fresh