• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে পোস্ট করা প্রতি ১০ হাজার কন্টেন্টে ১১টি বিদ্বেষমূলক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২০, ১৮:২৮
ফেসবুকে বাড়ছে বিদ্বেষমূলক পোস্টের প্রবণতা

বিদ্বেষমূলক পোস্টের তথ্য প্রকাশ করেছে ফেসবুক। এতে দেখা যায়, সামাজিক এ মাধ্যমটিতে পোস্ট করা প্রতি ১০ হাজার কন্টেন্টের মধ্যে ১০-১১টিতে বিদ্বেষমূলক বক্তব্য রয়েছে। এ তথ্য জানিয়েছে ফেসবুকের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা গাই রসেন। খবর প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন দ্য ভার্জের।

গাই রাইসেন দাবি করেন, গত তিন মাসে এই ধরনের ২ কোটি ২১ লাখ কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক। তার মধ্যে কোনো কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে, আবার কোনোটিতে অ্যাকাউন্ট বন্ধও করে দেয়া হয়েছে।

বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবারই ফেসবুকের বিরুদ্ধে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এ ব্যাপারে ফেসবুকের নীতি নিয়েও প্রশ্ন করতে শুরু করেছিল অনেকেই। ফেসবুককে বয়কট করার হুমকিও দেয় তারা। মূলত বিভিন্ন সংস্থার চাপের মুখে এ ধরনের কন্টেন্টগুলোর সংখ্যা প্রকাশের পথে হাটেন মার্ক জাকারবার্গের সংস্থা।

এমএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
হঠাৎ উধাও ফেসবুকের টাইমলাইন
মুক্তির পর ফেসবুকে যে বার্তা দিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার
X
Fresh