• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১২শ’ কোটি টাকা ফেরত চেয়ে করা আপিলের রায় বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৭, ১২:৪৯

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মাধ্যমে নেয়া ১২শ’ কোটি টাকা ফেরত চেয়ে করা আপিলের রায় দেয়া হবে বৃহস্পতিবার। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপলি বিভাগ শুনানি শেষে এ আদেশ দেন।

সেসময় তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১২শ’কোটি টাকা নেয়। এসব অর্থ ফের চেয়ে করা রুলের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত নেন।

বুধবার সকালে আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ঠিক করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া এই ১২শ’ কোটি টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছিলেন সরকারকে। পরে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ এ আপিলের শুনানি শেষ হয়।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh