• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভোটের পর দিন করোনা শনাক্তে সব রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ নভেম্বর ২০২০, ১৪:৩৪
America,
ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদানের পরের দিন রেকর্ড সংখ্যা আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। সবশেষ দেশটিতে ২৪ ঘন্টায় আক্রান্ত হন ১ লাখের বেশি।

কভিড-১৯ ট্র্যাকিং প্রজেক্টের তথ্য দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ১ লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়েছে। দেশটি আগে থেকেই বৈশ্বিক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে।

দেশটিতে গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১১২ জনের। এখন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।

নির্বাচনের আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ থাকার পর হঠাৎ করে অক্টোবরের মাঝামাঝি থেকে আবার আক্রান্ত সংখ্যা বাড়ছে। দেশটির সংক্রমণ বেশি বাড়ছে উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৭২১ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ২১৬ জন।

জিএম/এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh