• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাবি ভিসিসহ ৪জনের বিরুদ্ধে রুল জারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৭, ১৬:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে কেন তদন্তের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসছে চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডেভোকেট এ এম আমিনুদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

গেলো ৫ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমি কেনায় অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এসব প্রতিবেদন যুক্ত করে ১২ মার্চ হাইকোর্টে একটি রিট আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান। মঙ্গলবার আবেদনটি শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh