• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘কালি ও কলম’ সম্পাদক কবি আবুল হাসনাত আর নেই

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২০, ১৪:৫৫
Poet Abul Hasnat, the editor of ink and pen, is no more
কালি ও কলম সম্পাদক কবি আবুল হাসনাত

কালি ও কলম সম্পাদক, কবি আবুল হাসনাত ফুসফুসের সংক্রমণে আজ (রোববার) সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আবুল হাসনাত দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। তার হাত ধরেই সাহিত্য পত্রিকা কালি ও কলম এবং বেঙ্গল বই এদেশের প্রকাশনাজগতে বিশেষ স্থান দখল করেছে। তিনি একইসঙ্গে ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’রও সম্পাদক ছিলেন। মাহমুদ আল জামান নামেও তিনি লেখালেখি করতেন।

আবুল হাসনাত এর জন্ম ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায়। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘জ্যোৎস্না ও দুর্বিপাক’, ‘কোনো একদিন ভুবনডাঙায়’, ‘ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল’উল্লেখযোগ্য। তার প্রবন্ধগ্রন্থ হচ্ছে- সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য ও জয়নুল, কামরুল, সফিউদ্দীন ও অন্যান্য। শিশুতোষ গ্রন্থের মধ্যে ‘ইস্টিমার সিটি দিয়ে যায়’, ‘টুকু ও সমুদ্রের গল্প’, ‘যুদ্ধদিনের ধূসর দুপুরে’, ‘রানুর দুঃখ-ভালোবাসা’।

১৯৮২ সালে ‘টুকু ও সমুদ্রের গল্প’র জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০১৪ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো হন।
পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আসলাম, সম্পাদক হাবিব
লক্ষ্মীপুর বাজুসের সভাপতি সমির, সম্পাদক পরেশ
গৃহকর্মীর মৃত্যু : ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে অব্যাহতি
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি কায়েস, সম্পাদক রিয়েল 
X
Fresh