• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১১ মামলার পরবর্তী হাজিরা ২৮ মার্চ

অনলাইন ডেস্ক
  ১৪ মার্চ ২০১৭, ১০:৫৬

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী হাজিরা আসছে ২৮ মার্চ।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিএনপি নেত্রীর সময় আবেদন আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেন।

১৪ মার্চ মঙ্গলবার নিম্ন আদালতে খালেদা জিয়ার মামলাগুলোর অভিযোগ গঠনের দিন ঠিক ছিলো। কিন্তু শারিরীক অসুস্থতার কারণে আজ (মঙ্গলবার) আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন।

বেগম জিয়ার আইনজীবী মাসুদ তালুকদার জানান, মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় নিম্ন আদালতে হাজিরা দেয়ার দিন ঠিক ছিলো। কিন্তু সোমবার রাত থেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাই আজ আদালতে আসবেন না।

এর আগে সোমবার তার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

তিনি বলেন, মঙ্গলবার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১০ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক ছিল। এছাড়া অপর এক মামলায় আদালতে অভিযোগ পত্র দেয়ারও দিন ঠিক ছিল।

খালেদার বিরুদ্ধে ১১ মামলা হচ্ছে- দারুসসালাম থানার নাশকতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দু’টি মামলা।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh