• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খালেদার নাইকো মামলা হাইকোর্টে স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৭, ১৩:২৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। মামলা বাতিল চেয়ে করা বিএনপি নেত্রীর আবেদন আমলে নিয়ে এ আদেশ দেয়া হয়।

মঙ্গলবার বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী।

তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ । দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

খালেদার বিরুদ্ধে করা নাইকো মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। আইনের ৫৬১ ধারা অনুযায়ী মামলাটি বাতিল চেয়ে আবেদন করা হয়।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।

২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের আরেক সহকারি পরিচালক এস এম সাহেদুর রহমান।

মামলার অভিযোগপত্রে বলা হয়, নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭শ’ ৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh