• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে প্রতিবেদন ৬ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট ২০১৬, ১৪:০৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবেদন দাখিল আগামি ৬ সেপ্টেম্বর ঠিক করেছেন আদালত।

এ মামলার প্রতিবেদন মঙ্গলবার দাখিলের কথা ছিল। এদিন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ নতুন তারিখ ঠিক করেন। মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে মানহানিকর মন্তব্যের কারণে এ মামলা হয়।

গেল ৫ জানুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় বিএনপি চেয়ারপারসন শহীদদের নিয়ে মানহানিকর মন্তব্য করেন। ওই দিন খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

অন্যদিকে গেল ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন ভাতা খেয়েছেন, তারা নির্বোধের মতো মারা গেলেন। তারা যদি বুদ্ধিমান হতেন তবে ১৪ ডিসেম্বর পর্যন্ত নিজ ঘরে থাকলেন কেন।’

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh