• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধর্মঘট কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৭, ১৬:৫৩

হত্যা মামলায় দু’ চালকের সাজার প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া দ্রুত যানচলাচল নিশ্চিত করতেও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুর ২টায় ধর্মঘট অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চালকদের সাজা দেয়ায় আদালতের রায়ের বিরুদ্ধে ডাকা ধর্মঘট কেন অবৈধ হবে না। এবং যারা এই ধর্মঘটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে সকালে আদালতের রায়ের প্রতিবাদে অঘোষিত পরিবহন ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারে নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন আইনজীবী মনজিল মোরশেদ।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh