• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পুর ভরা ক্ষীরসা পটল

লাইফস্টাইল ডেস্ক

  ০৬ নভেম্বর ২০১৭, ১৬:১৮

অনেক তো হলো পটলের ভাজি, তরকারি ও সবজি খাওয়া। এবার স্বাদ বদলাতে পটল রান্নায় নিয়ে আসতে পারেন কিছুটা ভিন্নতা।

ঝামেলা ছাড়া খুব সহজেই পটল দিয়ে তৈরি করে ফেলতে পারেন ভিন্ন স্বাদের রেসিপি।

তাহলে আর দেরি কেনো জেনে নিন ভিন্ন স্বাদের পুর ভরা ক্ষীরসা পটল রেসিপি।

উপকরণ : পটল ৬ টি, পুরের জন্যে পেস্ট ১ কাপ (কাজু, পেস্তা, খেজুর ও মাওয়া পেস্ট করে চিনি ও ঘি দিয়ে মাখিয়ে রাখতে হবে), তরল দুধ ১ কেজি, গুঁড়া দুধ আধা কাপ, চিনি আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালী : পটলের খোসা ফেলে দিয়ে মাঝখান থেকে অল্প করে চিরে দানাগুলো সাবধানে বের করে আনতে হবে।

খেয়াল রাখতে হবে পটল যেন দু’ভাগ না হয়ে যায়। এবার একটু পানিতে হালকা ভাঁপ দিয়ে নিন।

তারপর পানি ঝরিয়ে সুতি কাপড় দিয়ে আলতোভাবে পটলগুলো মুছে নিন। এরপরে পটলের ভেতর পুর ভরে ঘিয়ে ভেজে তুলে রাখুন।

অন্য একটি পাত্রে তরল ও গুঁড়া দুধ, চিনি, এলাচ, দারুচিনি মিশিয়ে জ্বাল দিন। ঘন করুন। এবার এলাচ ও দারুচিনি তুলে ফেলে দিন।

ভেজে রাখা পটলগুলো ঘন দুধে দিয়ে জ্বাল কমিয়ে আরো ৫-১০ মিনিট রেখে দিন।

আরো একটু মাখো মাখো হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে পেস্তা, কাজু কুচি ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • রেসিপি এর পাঠক প্রিয়
X
Fresh