• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গরুর গোশতের সুস্বাদু শাহী রেজালার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

  ১৭ জুলাই ২০২১, ১৩:৫৫
গরুর গোশতের শাহী রেজালা

গরুর গোশতের রেসিপিতে একটু ভিন্নতা মানেই ভিন্ন স্বাদ। যা সহজেই মন কেড়ে নেয়। তেমনই একটি রেসিপি শাহী রেজালা। এ পদটি আপনি রুটি, পরোটা বা লুচি দিয়ে খেতে পারেন। এবার তাহলে গরুর গোশতের শাহী রেজালা রেসিপি তৈরির প্রস্তুত প্রণালী তুলে ধরা হলো।

উপকরণ : ১ কেজি গরুর গোশত, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ ধনে বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ কাপ কাঁচামরিচ, ১ কাপ পেঁয়াজ কুঁচি, ১ টেবিল চামচ পোস্তদানা, ২/১ কাপ টক দই, ২/১ কাপ তেল ও ১ টেবিল চামচ গোলাপজল।


প্রস্তুত প্রণালী : তেল, ঘি, পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ ছাড়া গোশত ছোট টুকরো করে সকল মসলা মাখিয়ে অন্তত ৩/৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার হাড়িতে তেল ঘি দিয়ে পেঁয়াজ কুঁজি বেরেস্তা করে তুলে নিয়ে গোশত কষাতে থাকুন। ভালো করে কষানো হলে ২-৩ কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত হালকা আঁচে রেখে দিন। গোশত সিদ্ধ হলে বন্ধ করে আগুন বন্ধ করে ফেলুন। হয়ে গেল সুস্বাদু গরুর গোশতের শাহী রেজালা।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • রেসিপি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ
দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
সেনবাগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
X
Fresh