• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনলাইনে বিক্রি হচ্ছে আকর্ষণীয় গোবর কেক

লাইফস্টাইল ডেস্ক

  ১৪ আগস্ট ২০২১, ২০:৫২
রকমারি গোবর কেক

আজকাল আপনি সহজেই কিস্তিতে (EMI) অনেক কিছু কিনতে পারেন। আধুনিক এই সময়ে অনলাইনে ব্যবসা করা ই-কমার্স ওয়েবসাইটগুলো প্রয়োজনীয় সকল পণ্য গ্রাহকের দরজায় পৌঁছে দেন এখন।

মজার ব্যাপার হলো, আপনি যদি বাড়িতে গাছের গোড়ার জন্য প্রাকৃতিক উপায়ে উর্বর জমি অথবা ‘হবন’ নামক ধর্মীয় রীতি পালন করতে চান, তাহলে এখন ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গোবর ও গোবর কেক, আমের পাতা, বেল পাতা অর্ডার করতে পারেন।

গ্রাহকের যদি কেনার জন্য বেশি টাকা না থাকে, তাহলে আপনি এই জিনিসগুলি ইএমআই (EMI)-তেও পেতে পারেন। ই-কমার্স প্রধান আমাজন তাদের গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে।

প্রতিবেদন অনুসারে, আম পাতা আমাজনে ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে (ছাড়ের পরে ৭৯ টাকা)। একই সময়ে, গোবর পিঠা প্রতি ৫০০ পিসে ২১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে, পুজোতে ব্যবহৃত বেলপাত্র ৪৪৪ টাকায় কেনা যাচ্ছে, তুলসী গাছ ২৯৯ টাকায় এবং গোমূত্র বিক্রি করা হচ্ছে ২৪৯ টাকায়।

ইমা/এসআর/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh