• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গল গ্রহ দেখতে কেমন, দেখুন ছবিতে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১১:২৫
মঙ্গল গ্রহ দেখতে কেমন, দেখুন ছবিতে
মঙ্গল গ্রহ দেখতে কেমন, দেখুন ছবিতে

গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে পৌঁছায় মার্কিন মহাকাশ সংস্থার তৈরি গাড়ি ‘পার্সিভিয়ারেন্স’। এর ঠিক সাত মাস আগে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল গাড়িটি। গ্রহে পৌঁছানোর পর থেকে স্বয়ংক্রিয় এই গাড়ি ছবি তুলে পাঠাচ্ছে পৃথিবীতে।

বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। প্রতিবেদন থেকে জানা গেছে, জ্যাযেরো গহ্বর নামক জায়গায় অবতরণ করেছে নাসার মহাকাশযানটি। এটি গ্রহের ৪৯ কিলোমিটার ব্যসের বিশাল একটি গর্ত। বর্তমানে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব, গ্রহের গঠন প্রকৃতি এবং তার জলবায়ুর ইতিহাস নিয়ে গবেষণা চালাচ্ছে। একই সঙ্গে পাথরও সংগ্রহ করছে।

অবতরণের পর ‘পার্সিভিয়ারেন্স’ গাড়ির নিচের দিকে লাগানো ক্যামেরা থেকে তোলা প্রথম উচ্চমানের রঙিন ছবি।

‘পিক্সল’-এর সঙ্গে লাগানো ক্যামেরা দিয়ে মাটি ও পাথরের ক্লোজ-আপ ছবি।

ছবিতে বাতাসে ক্ষয়ে যাওয়া একটি পাথর। এর নাম দেয়া হয়েছে ‘হারবার সিল’ - সৈকতে রোদ পোহানো সামুদ্রিক সীল।

পার্সিভিয়ারেন্স গাড়িটি অবস্থানের জায়গা ‘জ্যাযেরো গহ্বর’। এর আশপাশের উঁচু জায়গা। বেশ কয়েক কিলোমিটার দূরে।

গাড়িটির ম্যাস্টক্যাম জেড-এ দুটি ক্যামেরা রয়েছে। যেখান থেকে বাঁ দিকের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এই ছবিটি। এই দুটি ক্যামেরা একসঙ্গে কাজ করে, মানুষের চোখের মতো।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh