Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৩:৪১
আপডেট : ০৬ জুন ২০২১, ১৩:৪৫

স্বপ্নের মতোই সুন্দর হবে বিবাহিত জীবন, জেনে নিন উপায়গুলো

প্রতীকী ছবি

প্রেম-ভালোবাসা সম্পর্ক করে নিজ পছন্দে বা পরিবারের পছন্দে বিয়ের পরও কিন্তু সাংসারিক জীবনে কথা কাটাকাটি, তর্ক-বিতর্ক ও ছোট খাটো বিষয় নিয়ে ঝামেলা হয়ে থাকে। তবে ছোট ছোট এই সব ঝামেলা বা সমস্যা সমাধান করতে না পারলে পরিস্থিতি বদলে যায়। বিপরীতও হয়ে উঠে কখনো। কোনো কোনো ক্ষেত্রে সংসার টেকানোই কষ্টসাধ্য হয়ে পড়ে।

এবার তাহলে প্রেম-ভালোবাসার সম্পর্ক কিংবা সাংসারিক জীবনকে সুন্দর করে তোলার জন্য কিছু কার্যকরী উপায় তুলে ধরা হলো।

সঙ্গী মানুষটির যদি কিছু প্রয়োজন হয় তাহলে সেই চাহিদা পূরণ করা উচিত। একজন উপযুক্ত সঙ্গী এসব চাহিদা পূরণ করে সবসময় পাশে থাকে।

যে কোনো সম্পর্কে অধিকারমূলক ব্যবহার থাকা ভালো তবে এটি অতিরিক্ত হলে সমস্যা। এতে করে সম্পর্ক নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে। তাই সম্পর্কে বিশ্বাসের সঙ্গে অধিকারমূলক ব্যবহার রাখতে হবে।

নিজে সুস্থ ও ভালো থাকলে সম্পর্কও ভালো থাকবে এবং ভালোবাসার মানুষটিও। একে অপরের সঙ্গে কথা বলার আগে অবশ্যই ভেবে বলুন। এমন কোনো কথা বা ব্যবহার করবেন না, যে কথায় বিপরীত মানুষটি মনে আঘাত পায়।

বিয়ে মানেই দুটি পরিবারের মেল বন্ধনে আবদ্ধ হওয়া। তাই স্বামী-স্ত্রীর অবশ্যই সেভাবে চলতে হবে যাতে করে তাদের দু’জনের কোনো ব্যবহারের জন্য দুই পরিবারের সম্পর্কের মধ্যে কোনো ফাটল না ধরে। তাই বিয়ের আগে কোনো সম্পর্ক থাকলে বা নিজের ভালো-মন্দ কিছু থাকলে তা জীবনসঙ্গীর সঙ্গে শেয়ার করুন। এতে কারো প্রতি কারো কোনো সন্দেহ থাকবে না। জীবন হবে স্বপ্নের মতো সুন্দর।

বৈবাহিক সম্পর্ক কিন্তু নিঃসন্দেহে প্রেমের থেকে বড় মধুর সম্পর্ক। এতে স্বামী-স্ত্রীর মধ্যে যেমন প্রেম-ভালোবাসা থাকে তেমনি আবার মান-অভিমানও অনেক বেশি থাকে। তাই মাঝে মধ্যে পরিবারের বাইরে দু’জন একসঙ্গে দূরের কোথাও থেকে ঘুরে আসুন। মন ভালো থাকবে; মনে প্রেমের সঞ্চার হবে।

এসআর/

RTV Drama
RTVPLUS