Mir cement
logo
 • ঢাকা বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ২০:১০
আপডেট : ০৪ মে ২০২১, ২০:১৪

বজ্রপাতের সময় সুরক্ষা থাকতে যা জানা দরকার

বজ্রপাতের সময় সুরক্ষা থাকতে যা জানা দরকার
বজ্রপাতের সময় সুরক্ষা থাকতে যা জানা দরকার

ক’দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হচ্ছে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতও হচ্ছে। এদিকে গত কয়েক বছর ধরেই বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি হচ্ছে। ঝড়-বৃষ্টির এই সময়ে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও বজ্রপাতের সময় করণীয় কী, সেসব বিষয়ে সবার জানতে হবে। তবেই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এবার তাহলে বজ্রপাতের সময় করণীয় কী তা জেনে নেয়া যাক-

 • বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
 • প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন
 • খোলাস্থানে অনেকে একসঙ্গে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান।
 • বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে।
 • খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে ৪ মিটার দূরে থাকতে হবে।
 • ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচে খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
 • কোনও বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে সবাই এককক্ষে না থেকে আলাদা কক্ষে যান। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
 • গাড়ির মধ্যে থাকলে ধাতব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
 • ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না।
 • বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন।

সূত্র : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

এসআর/

RTV Drama
RTVPLUS