• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বর্ষায় সর্দি-কাশি নিমিষেই দূর করবে তুলসী

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২০, ১৯:০৯
Basil leaves
তুলসী। ফাইল ছবি।

সময় এখন বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই সর্দি কাশির সম্ভাবনা। আর এখন সর্দি-কাশি বা হালকা জ্বর মাথায় চেপে বসে নানা চিন্তা। কারণ করোনাভাইরাসের আতঙ্ক বেশ। তবে ঋতু পরিবর্তনের সাধারণ অসুখকে রোধ করা যায় কিছু ঘরোয়া উপায়ে। আর সর্দি কাশির মতো অসুখকে দূর করতে অব্যর্থ ওষুধ তুলসী পাতা।

জেনে নিন কোন পদ্ধতিতে তুলসী পাতা ব্যবহার করলে মুক্তি মিলবে-

  • সর্দি মানেই গলা খুশখুশ। ৩ থেকে ৪টা তুলসী পাতা চিনি ও গোলমরিচের সঙ্গে করে মুখে রাখুন। উধাও হবে অস্বস্তি।
  • কানে ব্যথার জন্য উপকারী তুলসী পাতা। তুলসীর রস নির্মূল করে কান ব্যথা। তুলসীর রসের সঙ্গে তিল তেল মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ঠাণ্ডা করে কানে দিতে পারেন।
  • তুলসীর রসের সঙ্গে চিনি মিশিয়ে খেলে কমতে পারে জ্বর। জ্বর কমানোর ওষুধের সঙ্গে সঙ্গে এই মিশ্রণ শরীরে এনার্জিও দেয়।

আরো পড়ুন: এই সময় গোসলের পানিতে কেন নিম পাতা ব্যবহার করবেন?

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ বেড়েছে সর্দি-কাশি-জ্বর, নিরাময়ে কিছু ঘরোয়া উপায়
ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না : বর্ষা
তুলসীগঙ্গা নদীতে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার
হালাল-হারাম নিয়ে যা বললেন বর্ষা
X
Fresh