লাইফস্টাইল ডেস্ক
১৪ জুন ২০২০, ২১:২২
আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৫০
আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৫০
'এই সময় বেশি একাকীত্বে ভুগছে তরুণ প্রজন্ম'

প্রতীকী ছবি।
গ্রেট ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সটারের অধ্যাপক এবং অন্যতম সমীক্ষক ম্যানুয়েলা ব্যারেটোর ভাষ্য মতে, একাকীত্ব ও নিঃসঙ্গতা নিয়ে সাধারণভাবে যা ভাবা হয়, আমাদের সমীক্ষায় তার বিপরীত ছবি উঠে এসেছে। জনপ্রিয় ধারণা হলো, মূলত বয়স্করাই একাকীত্বের সমস্যায় ভোগেন। কিন্তু আমাদের সমীক্ষায় দেখা গেছে, তরুণ প্রজন্মই সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন।ব্যারেটোর মনে করেন, সামাজিক জীবন সম্পর্কে প্রত্যাশা ও বাস্তবের পার্থক্য থেকেই এই সমস্যা। সমীক্ষাটি থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, মধ্যবয়সীদের তুলনায় তরুণ প্রজন্ম অনেক বেশি একা। আবার বয়স্কদের তুলনায় মধ্যবয়সীদের একাকীত্বের সমস্যা বেশি। পুরুষদের চেয়ে বেশি একাকীত্বের সমস্যায় ভুগছেন নারীরা।
জিএ