• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বার বার ধোয়ার কারণে হাত শুষ্ক হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভ অনলাইন

  ২২ মে ২০২০, ১৫:০৮
বার বার ধোয়ার কারণে হাত শুষ্ক হলে কী করবেন?
ফাইল ছবি

কোভিড-19 করোনাভাইরাসের এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ওষুধ বা কোনও টিকা আবিষ্কার হয়নি। করোনাভাইরাস থেকে বাঁচতে সতর্কতা আর পরিচ্ছন্নতাই অন্যতম উপায়। তাই সতর্কতা আর পরিচ্ছন্নতার উপরেই ভরসা রাখছেন চিকিৎসক, বিশেষজ্ঞ আর সাধারণ মানুষ।

বিশেষজ্ঞরা বার বার ভাল করে সাবান দিয়ে হাত, মুখ ধোয়ার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। যেখানে হাতের কাছে পানি নেই সে ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে জীবানু মুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

হাত জীবানুমুক্ত করতে অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজারই বেশি ভাল। তবে চড়া রাসায়নিক বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার কোমল ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর বলেই মনে করছেন চর্মরোগ বিশেষজ্ঞরা।

কোভিড-19 করোনাভাইরাসের সংক্রমণ রোধে বার বার হাত ধোয়ার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু বার বার হাত ধোয়া ও অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার কারণে হাত শুষ্ক হয়ে যাচ্ছে। আপনি জানেন কী হাতের আর্দ্রতা ধরে রাখার জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান।

জেনে নিন এ সময় হাতের শুষ্ক ত্বকের যত্ন কীভাবে নেবেন-

পেট্রোলিয়াম জেলি

শুষ্ক হাতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এই খনিজ উপাদানটি ময়েশ্চাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের ওপর তৈরি করে সুরক্ষা কবচ ও ধরে রাখে তার জৈবিক তেল।

নারিকেল তেল

ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল ব্যবহার হাতের ত্বকের জন্য খুবই ভালো। এই তেল পেট্রোলিয়াম জেলির মতোই কার্যকর। নিয়মিত হাত ধোয়ার পরে এই তেল ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বাড়ে, সেই সঙ্গে বাড়ে ত্বকের উপরিভাগের ‘লিপিড ফ্যাট’য়ের মাত্রাও।

মধু

ত্বক আর্দ্র রাখার পাশাপাশি প্রদাহ দূর করে মধু। মধু সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল ত্বকের যত্নে খুবই উপকারি। হাতের ত্বককে ঠাণ্ডা অনুভুতি দেবে এই জেল। এতে রয়েছে ব্যাক্টেরিয়ানাশক ও প্রদাহনাশক গুণাবলীও। প্রাকৃতিক এবং নিরাপদ ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

লেবুর রস

লেবুর রস ত্বকের জন্য খুবই উপকারি। শুষ্ক হাতে লেবুর রস ব্যবহার করতে পারেন। এর রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা ত্বকের ক্ষয়পূরণ করে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজারে ৬০% বা তারও বেশি পরিমাণে অ্যালকোহল থাকে। বার বার হ্যান্ড স্যানিটাইজার হাতে মাখলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। শিশুর ত্বকের ক্ষেত্রে তা আরও ক্ষতি করতে পারে। সূত্র: জিনিউজ, হেলথলাইন, ইউসিএল হেলথ

এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
X
Fresh