• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা থেকে বেঁচে যাওয়া একটি পরিবারের গল্প

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৮:০৩
করোনা থেকে বেঁচে যাওয়া একটি পরিবারের গল্প
প্রতিকী ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর নানা নির্দেশনা ও পরামর্শ দিয়েছে। ইতোমধ্যে আমরা সেগুলো প্রায় সবাই জেনে গেছি। এমনকি করোনা থেকে রক্ষা পেতে সে নিয়মগুলো পালনও করে যাচ্ছি।

যেমন— বাইরে থেকে এসে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা, সবসময় বাসা কিংবা অফিসে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে গেলে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরা, একে অপরের মধ্যে দূরত্ব বজায় রাখা, বাইরে থেকে বাসায় ফিরে গোসল করা, জামা কাপড় গরম পানিতে ধুয়ে ফেলা, সবসময় হালকা কুসুম পানি ব্যবহার করা ইত্যাদি। এছাড়া কেউ আক্রান্ত হলে তাকে আলাদা করে বা আইসোলেশনে রাখা।

কিন্তু এর ব্যতিক্রমও দেখা গেছে। একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে একজন সুস্থ ব্যক্তি কোনোরকম দ্বিধা কিংবা ভয় ছাড়াই কাটিয়েছেন পুরোটা সময়। আমরা জানবো নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীতে বসবাসকারী তেমনি একটি পরিবারের কথা।