logo
  • ঢাকা শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ মে ২০২০, ১৪:৫৯ | আপডেট : ১৫ মে ২০২০, ১৫:৩৬
What to do when the storm rains and thunderstorms start?
ফাইল ছবি
প্রতি বছর ঝড়বৃষ্টি ও বর্জপাতের এসময়টা অনেক ক্ষতি ও মৃত্যু হয়। তাই নিরাপদে থাকতে এ সময় সতর্ক থাকতে হবে।

. ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ঘন ঘন বজ্রপাতের সময় খোলা বা উঁচু জায়গায় না থেকে দালানের নিচে আশ্রয় নিন।

. বজ্রপাতের সময় আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। সঙ্গে ধাতব বস্তু যেমন– আংটি, চাবি, কাস্তে, কোদাল ও মোবাইল রাখবেন না।

. ঝড়ের সময় ঘরের জানালার গ্রিল থেকে দূরে থাকুন।

. সব ধরনের বিদ্যুতের সুইচ বন্ধ রাখুন। এই সময়ে কোনো কিছু চার্জ দেবেন না।

. ঝড়ের সময় চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।

. বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন।

. বজ্রপাতের সময় টিভি-ফ্রিজ বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ সংযোগ বন্ধ রাখুন।

. বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থেকে নিরাপদ স্থানে চলে যান।

. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। রবারের গামবুট এ ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে।

এস 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়