• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০২০, ১৪:৫৯
What to do when the storm rains and thunderstorms start?
ফাইল ছবি

প্রতি বছর ঝড়বৃষ্টি ও বর্জপাতের এসময়টা অনেক ক্ষতি ও মৃত্যু হয়। তাই নিরাপদে থাকতে এ সময় সতর্ক থাকতে হবে।

. ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ঘন ঘন বজ্রপাতের সময় খোলা বা উঁচু জায়গায় না থেকে দালানের নিচে আশ্রয় নিন।

. বজ্রপাতের সময় আশপাশের ধাতব পদার্থকে আকর্ষণ করে। সঙ্গে ধাতব বস্তু যেমন– আংটি, চাবি, কাস্তে, কোদাল ও মোবাইল রাখবেন না।

. ঝড়ের সময় ঘরের জানালার গ্রিল থেকে দূরে থাকুন।

. সব ধরনের বিদ্যুতের সুইচ বন্ধ রাখুন। এই সময়ে কোনো কিছু চার্জ দেবেন না।

. ঝড়ের সময় চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোনে কথা বলবেন না।

. বাইরে থাকলে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন।

. বজ্রপাতের সময় টিভি-ফ্রিজ বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ সংযোগ বন্ধ রাখুন।

. বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থেকে নিরাপদ স্থানে চলে যান।

. বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। রবারের গামবুট এ ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে।

এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে গরম আর শীত বেশি চুয়াডাঙ্গায়
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
X
Fresh