• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘরবাড়ি থেকে দুর্গন্ধ দূর করবেন কীভাবে?

অনলাইন ডেস্ক
  ১০ মে ২০২০, ২৩:২৮
ঘরবাড়ি থেকে দুর্গন্ধ দূর করবেন কীভাবে?
ফাইল ছবি

ঘর প্রশান্তির একটা জায়গা যেখানে সুখ দুঃখ শান্তি অশান্তি সবরকম সংগ্রাম করেই আমাদের থাকতে হয়। নিজের প্রিয় ঘরটি সাজিয়ে-গুছিয়ে রাখতে আপনি আমি এবং সবাই ভালোবাসেন। আর সেজন্যই ঘর পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখার কাজটি নিয়মিত করা। এছাড়া বর্তমানে বিশ্বে করোনাভাইরাসের জন্য যে মহামারি শুরু হয়েছে তা থেকে বাঁচতে হলে সচেতন থাকতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্নতা খুব জরুরি।

যেহেতু ঘরবাড়ি পরিস্কার বলে কথা সেহেতু খুটিনাটি অনেক বিষয় গুরুত্ববহ করে। যেমন বাড়িতে রান্নাবান্নার পরে মশলার গন্ধ থেকে যায়। আবার বাথরুম থেকেও দুর্গন্ধ আসে অনেক সময়। বেখেয়ালে ময়লার ঝুড়ি পরিষ্কার করতে ভুলে গেলে দুর্গন্ধ আরও বাড়ে। অনেকে রুম ফ্রেশনার ব্যবহার করেন, তবে কিছুক্ষণ যেতেই আবার দুর্গন্ধ ফিরে আসে। এছাড়াও এমন আরও অনেক পরিস্কার অপরিস্কারের উদাহরণ আছে।

যাই হোক চলুন তাহলে জেনে আসি কী করলে বাড়ি থেকে দুর্গন্ধ দূর হবে-

বাড়ি থেকে বাজে গন্ধ দূর করতে হলে প্রথমেই জানতে হবে গন্ধের উৎস কোথায়। যদি রান্না করার কারণে বাড়িতে উৎকট গন্ধ হয় সেক্ষেত্রে রান্না হয়ে গেলেই জানালা-দরজা খুলে দিন যাতে আঁশটে গন্ধ বেরিয়ে যায়। অনেক সময়ই বদ্ধ ঘরে উৎকট গন্ধ বেশি হয়।