• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুখই বলে দেবে শরীরে ভিটামিনের অভাব আছে কি না?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মে ২০২০, ২৩:৫২
মুখই বলে দেবে শরীরে ভিটামিনের অভাব আছে কি না?
প্রতিকী ছবি

শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমান ভিটামিন দরকার। শরীরে ভিটামিনের অভাব দেখা দিলে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। ভিটামিনের অভাব মানেই রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কমতে থাকে। কিন্তু অনেক সময় বোঝা মুশকিল হয় যে সত্যিই শরীরে ভিটামিনের অভাব রয়েছে কি না। কিন্তু চিকিৎসকরা বলছেন মানুষের শরীরে ভিটামিনের অভাব থাকলে মুখ দেখেই বলে দেয়া যায়।

সাধারণত খাওয়া দাওয়ার অনিয়মের জন্যই ভিটামিনের অভাব দেখা দেয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, এক সমীক্ষাতে দেখা যাচ্ছে বিশ্বে ১০০ কোটি মানুষের শরীরে ভিটামিন ডি-এর অভাব রয়েছে। জেনে নিন এবং মুখের এই লক্ষণগুলো দেখেই বুঝে নিন যে আপনার শরীরে ভিটামিনের অভাব রয়েছে।

• পাফি আইজ বা চোখের কোল যদি ফোলা থাকে বুঝবেন শরীরে ভিটামিনের অভাব রয়েছে।

• ত্বকের উজ্জ্বলতা কমতে থাকলে বুঝবেন শরীরে ভিটামিনের অভাব হচ্ছে।

• শুষ্ক চুলও বুঝিয়ে দেয় শরীরে ভিটামিনের অভাব রয়েছে।

• ঠোঁট ফাটা বা শুকিয়ে যাওয়াও ভিটামিনের অভাবের লক্ষণ।

• মাড়ি থেকে রক্ত বের হলেও সাবধান হোন।

এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
গরমে শিশুর যত্নে যা করবেন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
X
Fresh