• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সর্দি জ্বর ঠাণ্ডায় কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

অনলাইন ডেস্ক
  ০৬ মে ২০২০, ১৩:২৩
সর্দি জ্বর ঠাণ্ডায় কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
প্রতিকী ছবি

প্রাণঘাতী কোভিড-19 করোনাভাইরাসের প্রধান উপসর্গ হচ্ছে– জ্বর, ঠাণ্ডা, কাশি ও গলাব্যথা। তাই এ সময় জ্বর হলে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান। তবে জ্বর হলে ভয়ের কিছু নেই। চিকিৎসকের কাছে যেতে হবে এমন নয়, পরামর্শ নিয়ে ঘরেই চিকিৎসা নিতে পারেন।

শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রাকে আমরা জ্বর বলি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮.৮৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এর বেশি হলে তা জ্বর। তবে জ্বরে সঙ্গে কিছু উপসর্গ আছে, যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জেনে নিন কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন-

১. শরীরের তাপমাত্রা যদি ১০০.৮ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়।

২. শুকনো কাশি ও শ্বাসকষ্ট হলে।

৩. জ্বরের সঙ্গে খিচুনি হলে ও চামড়ায় লালচে দাগ দেখা দিলে।

৪. হৃদস্পন্দন বেড়ে গেলে।

৫. মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা থাকলে।

এসব সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বিকেএসপির খেলোয়াড়দের স্বাস্থ্যবীমা দেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
X
Fresh