• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কর্মস্থলে করোনার ঝুঁকি এড়াতে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০২০, ১১:২৬
কর্মস্থলে করোনার ঝুঁকি এড়াতে কী করবেন?
সংগৃহীত

কোভিড-19 করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশসহ বিশ্বের প্রায় দেশ ও অঞ্চলে লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে সবাই ঘরে থাকলেও কিছু কিছু লোকজনকে ঠিকই বাড়ির বাইরে যেতে হচ্ছে। কারণ লকডাউনেও অনেকেই কর্মস্থলে গিয়েই কাজ করছেন। এ অবস্থায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। অফিসে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা ও সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে।

যেকোনও অনিয়ম বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। কারণ অফিসের সহকর্মীরা তাদের পরিবার বা চারপাশের অনেকের সংস্পর্শে আসেন। তাদের মাধ্যমেও ভাইরাসের সংক্রমণের শিকার হতে পারেন আপনি। তাই নিজে ও পরিবারের সবাইকে নিরাপদে রাখতে কিছু নিয়ম মানতে হবে। করোনার ঝুঁকি এড়াতে মেনে চলতে পারেন কিছু নিয়ম।

জেনে নিন কর্মস্থলে করোনার ঝুঁকি এড়াতে যা করবেন-

কর্মীরাসহ অফিসে আসা যে কোনও ব্যক্তির জন্য সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। অফিসে পর্যাপ্ত জীবাণুনাশক, হাত ধোয়ার সামগ্রী, মাস্ক ও টিস্যু পেপার রাখতে হবে। হাত ধোয়াসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির পোস্টার লাগিয়ে কর্মীদের সচেতন রাখতে হবে।