• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফ্রিজে ২৮ দিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ১৫:৫৭
ফ্রিজে ২৮ দিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস!
ফাইল ছবি

করোনাভাইরাস দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে। ইতিমধ্যেই এই ভাইরাস বিশ্বে ২ লাখ ১১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বাংলাদেশের মতোই বিশ্বের বেশ কিছু প্রান্তে এই মুহূর্তে চলছে লকডাউন।

আর সেই লকডাউনের কারণেই আর্থিক ভরাডুবিও নানান দেশে প্রকট হচ্ছে। কিন্তু এই মরণ ভাইরাস কি আমাদের ছেড়ে যাবে? একদমই না! আপাতত ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব আর মাস্ককেই আমাদের আপন করে নিতে হবে।

আর এমনই ভয়ের মাঝে সাধারণ মানুষের মনে আরও কৌতূহল জাগছে, আর কার দ্বারা করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে? জামা, জুতো থেকে শুরু করে খবরের কাগজ, টেবিল-চেয়ার, দরজা-আলমারির হাতল- এসব রকমারি জিনিস থেকে কী করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা কতটা? আর আপনার ফ্রিজ? আপনার ফ্রিজের অন্দরে করোনাভাইরাস জীবন্ত অবস্থায় কতক্ষণ লুকিয়ে থাকতে পারে জানেন?

ফ্রিজের ভেতরে কতক্ষণ জীবন্ত থাকতে পারে করোনাভাইরাস?