• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

টেলিমেডিসিন সেবা চালু করেছে ঢাকা মেডিকেল

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ এপ্রিল ২০২০, ১৯:৫১
টেলিমেডিসিন সেবা চালু করেছে ঢাকা মেডিকেল

মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ দেয়ার জন্য সার্বক্ষণিক একটি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ১০৬৫৬ নম্বরে কল করে যে কেউ টেলিমেডিসিন (অডিও) সেবা নিতে পারবেন।

সারাদেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর আজ রোববার এই সেবা চালু করল ঢামেক কর্তৃপক্ষ।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, সংকটময় পরিস্থিতিতে জনগণের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে নানা প্রশ্ন ও ভীতির সঞ্চার হচ্ছে। এছাড়া প্রতিদিনই মানুষ অন্যান্য নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ মুহূর্তে যানবাহন চলাচল সীমিত থাকায় রোগীরা হাসপাতালে এসে সেবা নিতে বাধাগ্রস্ত হচ্ছেন। তাছাড়া চিকিৎসার জন্য দেশের অন্যান্য অঞ্চল থেকে রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে পারছে না। এর প্রেক্ষিতে এই হট লাইন চালু করা হয়েছে।

বিটিআরসির কাছ থেকে একটি শর্টকোর্ড নম্বর নেয়া হয়েছে। এ নম্বর থেকে প্রাথমিক চিকিৎসার ব্যাপারে পরামর্শ পাওয়া যাবে। এছাড়া রোগীরা এই নম্বরগুলোতে সরাসরি ফোন করে তাদের চাহিদা অনুযায়ী সাতটি বিষয়ে সেবা নিতে পারবেন।

মেডিসিন বিভাগ ০১৭৯৭১৭০১৩৯ ও ০১৭৯৭১৭০৮৬৫
সার্জারি বিভাগ ০১৭৯৭১৭৮৪৩৫
গাইনি বিভাগ ০১৭৯৭১৭১০১৮
শিশু বিভাগ ০১৭৯৭১৭০২৯৪
ইমার্জেন্সি বিভাগ ০১৭৯৭১৭০৩৫৮
হৃদরোগ বিভাগ ০১৭৯৭১৭৪৮১৭
প্রশাসন বিভাগ ০১৭৯৭১৭১৩৫৬

এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
‘তীব্র গরমে মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে’
গরমে মেঝেতে ঘুমালে স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ে
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
X
Fresh