• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মশা কি করোনাভাইরাস ছড়ায়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৯:১৩
মশা, করোনাভাইরাস
মশা

করোনাভাইরাস বা কোভিড 19 নিয়ে জনমনে এখন চরম আতঙ্ক। কী হতে কী হয় এই নিয়ে সাবধানতার শেষ নাই। তেমনি জনমনে প্রতিনিয়ত জমা হচ্ছে কৌতূহল। আর এই সুযোগে অনেকেই গুজব ছড়াচ্ছেন। দেশে এখন বেশ মশার উপদ্রব। গেল বছর ডেঙ্গুতে আমাদের নাজেহাল করেছিল। এবার প্রশ্ন জেগেছে মশা কি করোনা ছড়ায়? মশার কামড়ে কামড়ে কি করোনা ছড়িয়ে যাবে একজন হতে অন্যজনের দেহে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO করোনাভাইরাসের যে গাইডলাইন দিয়েছে সেখানে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। এছাড়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিজারভেশন (সিডিসি) এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু বলেনি। চিকিৎসকরাও বিষয়টি নিয়ে নিশ্চুপ।

এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেক জনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
‘জনসংযোগ বিভাগে ডিজিটাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেসিআই’র আয়োজনে ‘তরুণ মনটারও জয় হোক’
জাবিতে নিপীড়ক শিক্ষক জনির অব্যাহতিসহ ৫ দাবিতে মশাল মিছিল
X
Fresh